মোঃ হোসেন জীবনঃ-সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উন্মুক্ত প্রাঙ্গণে গাইবান্ধা জেলার বোনারপাড়ার ফেসবুক গ্রুপ বিউটিফুল বোনারপাড়া এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । গত১১ই জুলাই, ২০১৪ইং শুক্রবার সুন্দর এক স্বপ্নের বোনারপাড়ার স্বপ্নদ্রষ্টা সকলের উপস্থিতিতে উক্ত ইফতার মাহফিল নবীন ও প্রবীণের এক মিলন মেলায় পরিণত হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক,আইনজীবী, কৃষিবিদ,উন্নয়ন গবেষক, সঙ্গীত শিল্পী, ইঞ্জিনিয়ার, ফ্যাশান ডিজাইনার, ব্যাবসায়ী, ছাত্র, গৃহিণী সহ বোনার পাড়ার অসংখ্য কৃতী সন্তান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বোনারপাড়ার কবি মোঃ মনোয়ার হোসেন, ঢাকা শিল্পাঙ্গনের সাধারণ সম্পাদক ও সঙ্গীত শিল্পী শাপলা, ঢাকা শিল্পাঙ্গনের সহ-সভাপতি ও সঙ্গীত শিল্পী জীবন, সঙ্গীত শিল্পী রিপন চৌধুরী, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট রকিবুল ইসলাম, প্রকৌশলী রফিকুল ইসলাম,উন্নয়ন গবেষক এস এস বখত হিন্দোল,ফ্যাশন ডিজাইনার মুঞ্জুল কবির, ব্যবসায়ী আশরাফুল আলম টুটুল এবং আরো অনেকে । আমন্ত্রিত অতিথি ছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো মত বিনিময় করেন “বিউটিফুল বোনারপাড়া” গ্রুপের এডমিন হারুন রশীদ , সফটওয়্যার ইঞ্জিনিয়ার আব্দুল্ল্যাহেল বাকী, সবুজ, সার্ডের সভাপতি রাশেদ মাহমুদ সহ আরো অনেকে । সকলেই সুন্দর বোনারপাড়া গড়ার নেপথ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন । উক্ত অনুষ্ঠানের প্রধান সংগঠক স্বপন সরকার উন্মুক্ত আলোচনায় সকলের মতামতের ভিত্তিতে বোনারপাড়াকে কিভাবে “বিউটিফুল বোনারপাড়া” করা যায় সেইবিষয়ে সমস্যা, সম্ভাবনা ও করনীয় নিয়ে সকলের দৃষ্টি আকর্ষন করেন । তিনি উক্ত অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য শামীম আহমেদ,রোকন সর্দার, সোহেল রানা, সোহেল নাজ সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও উপস্থিত অতিথিবৃন্দকে উপস্থিত হওয়ার জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহমেদুল কবির বাবুল । অনুষ্ঠানের শেষে সঙ্গীত শিল্পী শাপলা ও জীবনের প্রকাশিত “মরণের কথা স্মরণে নাই” ভিডিও এ্যালবামটি সকলের মাঝে বিতরণ করেন