“ আবার জমবে মেলা… বটতলা, হাটখোলা… অঘ্রাণে, নবান্নে, উৎসবে…” এই শ্লোগানকে উপজীব্য করতে “ বিউটিফুল বোনারপাড়া ” নামের একটি ফেসবুক গ্রুপ ১৬ই সেপ্টেম্বর,২০১৪ইং রোজ মঙ্গলবার গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বন্যায় অধিকতর ক্ষতিগ্রস্ত হলদিয়া ইউনিয়নে এক ব্যতিক্রমী ত্রাণ বিতরণ কর্মসুচী বাস্তবায়ন করেছে । কোন খাবার বা তথাকথিত কোন ত্রাণ সামগ্রী নয় বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর ফেরতা মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ সহায়ক উপকরণ এই উদ্যেগে বিতরণ করা হয়েছে । উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা হাসান আল মূলক এর তত্ত্বাবধানে ৮০০ প্যাকেট ওরাল স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়, পরিবেশ রক্ষায় বাড়ীর উঠানে রোপণের জন্য ৪০০টি বনজ ও ঔষধি চারাগাছ বিতরণ করা হয় ও এলাকা ঘুরে ঘুরে স্বেচ্ছাসেবীদের দিয়ে ব্লিচিং পাওডার ছিটিয়ে দেয়া হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত ৬টি স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ৪০০টি খাতা ও ৪০০টি কলম বিতরণ করা হয় এছাড়াও হতদরিদ্রদের মাঝে ১০০টি টি-শার্ট বিতরণ করা হয় । এই উদ্যেগের মুল উদ্যেক্তা স্বপন সরকার এই ব্যতিক্রমী উদ্যেগ সম্পর্কে বলেন, “ ‘বিউটিফুল বোনারপাড়া’ একটি ফেসবুক গ্রুপ যার সদস্যরা বোনারপাড়া তথা সাঘাটা উপজেলা বা গাইবান্ধা জেলার শিক্ষা,সামাজিক ও উন্নয়নমূলক যেকোন উদ্যেগকে স্বাগত জানিয়ে পাশে থাকার প্রত্যয়ে চলমান । এরই প্রেক্ষিতে সীমিত সামর্থকে যথাযথভাবে বন্যায় অধিকতর ক্ষতিগ্রস্ত হলদিয়া ইউনিয়নবাসীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার একটি ক্ষুদ্র প্রয়াস আমরা নিয়েছি । আর যা কিছুই আমরা করেছি এই গ্রুপের সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান, নিবেদিত স্বেচ্ছাসেবক ও এর নেপথ্যে থাকা সক্রিয় সদস্য মুঞ্জুল কবির,এম এইচ জীবন, শাহজাহান আলী, রকিবুল ইসলাম , আহমেদুল কবির বাবুল, আলীম আল রাজী, এস এস বখত হিন্দোল, আব্দুল্ল্যাহেল বাকী, হারুন রশীদ, শামীম আহমেদ, লিখন, রাজেশ, সঞ্জয় সাহা এদের আন্তরিক প্রচেষ্টাতেই তা সম্ভব হয়েছে ” । বিউটিফুল বোনারপাড়া ভবিষ্যতে এরকম আরো ভিন্ন ভিন্ন আঙ্গিকে সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে বলে এলাকাবাসীও প্রত্যাশা করে ।
বিউটিফুল বোনারপাড়ার ব্যতিক্রমী ত্রাণ বিতরণ
Share This