জি নিউজঃ-সঙ্গীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা যোগ দিলেন বিএনপিতে । গতবৃহস্পতিবার রাতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন । রাত ১০ টায় বেগম খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটার পর কনকচাঁপা তার হাতে ফুলতোরা তুলে দেন। তখন বেগম খালেদা জিয়াও তাকে হাসিমুখে বরণ করে নেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা সহ দলের শীর্ষ নেতাবৃন্দ উপস্থিত ছিলেন ।