জি নিউজ বিডি ডট নেটঃ- কেন্দ্রীয় কারাগারে আটক বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যসহ পাঁচ নেতার জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ জরুহুল হক এই আদেশ দেন। এর আগে সকালে জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে ২১ নভেম্বর জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেন আদালত। এদিকে আসামিদের পক্ষে ব্যারিস্টার মাহবুবব উদ্দিন খোকন, এডভোকেট সানাউল্লাহ মিয়া, মোঃ মাসুদ আহমেদ তালুকদারসহ অনেক আইনজীবী শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন মহানগর পিপি আবদুল্লাহ আবু। এছাড়া গত১৪ নভেম্বর ওই ২ মামলায় সিএমএম আদালত তাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে হাইকোর্ট ৮ দিনের রিমান্ড স্থগিত করে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দেন আদালত।উল্লেখ্য, গত ৮ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ [ডিবি]। পরে তাদের মতিঝিল থানার ২টি মামলায় গ্রেফতার দেখানো হয়। তাঃ- ২৮ নভেম্বর, ২০১৩