অনলাইন ডেস্ক:- ‘বিএনপির পালাবার আর কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ।তিনি বলেন, তাদের এখন জলে কুমির আর ডাঙায় বাঘ- এ অবস্থা। সেই কারণে ভয়ে একের পর এক আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছে।’
শুক্রবার দুপুরে নাটোরের সিংড়া কোট মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৩৯তমশাহাদাত বার্ষিকী পালনও উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানঅ তিথির বক্তব্যে যোগাযোগ মন্ত্রী এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ওহিদুর রহমানের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, ডাক টেলিযোগাযোগ ওতথ্য প্রযুক্তি প্রতি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগ সভাপতি সাজেদুর রহমান খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আহাদ আলী সরকার সহ স্থানীয় নেতারা।
পরে উপজেলার বিএনপি ও জাতীয়পার্টি থেকে চার শতাধিক নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেন।
যোগাযোগ মন্ত্রীও বায়দুল কাদের আরও বলেন, ‘ভয়কে জয় করে আন্দোলন করার মতো তাদের নেতা-কর্মী নাই। তাদের দলে শুধুই সন্ত্রাসী । আর সন্ত্রাসী দিয়ে বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়ে নির্বাচনে জয়লাভ করা যায় না।’