বিএনপির প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান ..

সংসদ ভবন ,জি নিউজ :- দেশকে ধ্বংস ও নৈরাজ্যের হাত থেকে বাঁচাতে এবং গণতন্ত্র রক্ষায় বিরোধীদল বিএনপি’র প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি  সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ক্রমাগত যুদ্ধাপরাধীদের পক্ষ নিচ্ছেন। তিনি ট্রাইব্যুনাল বিরোধী কথাবার্তা বলছেন। তিনি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। জামায়াতকে সমর্থন দিয়ে যাচ্ছেন। খালেদা জিয়া যদি জামায়াতকে না ছাড়েন, তাহলে তাকে রাজনীতির মাঠ থেকে বাদ দিতে জাতীয় সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করে জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। জামায়াতে ইসলামী ধর্মদ্রোহী, মুনাফিক। তারা অপকর্মকে আড়াল করে ইসলামের বিরুদ্ধে কাজ করে।তিনি বলেন, বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতি করবেন কি না তা এখন ভাববার সময় এসেছে। জামায়াতকে বাদ দিতে না পারলে তাকে রাজনীতি থেকে বাদ দিতে হবে। মন্ত্রী বলেন, খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতির জন্য উপযুক্ত কিনা আজ তা ভেবে দেখার সময় এসেছে।তিনি আরও বলেন সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে, আর খালেদা জিয়া তাদের রক্ষার জন্য কাজ করছেন।বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে এই তান্ডবকে সমর্থন দিয়ে জামায়াত-শিবিরের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

Exit mobile version