জি নিউজঃ–বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিনে বিএনপির সংসদ সদস্যরা মিছিল বের করলে তাদের ধাওয়া করেন যুব মহিলা লীগের নেতা-কর্মীরা। সূত্রতে জানা গেছে সকালে হরতালের সমর্থনে সংসদ ভবন এলাকায় বিএনপির সংসদ সদস্য মিছিল ও সমাবেশ করেন। বেলা ১১টার দিকে তাঁরা সংসদ ভবনের দক্ষিণ গেট দিয়ে একটি মিছিল নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। দক্ষিণ গেটের আরেক প্রান্তে ছিলেন যুব মহিলা লীগের অর্ধ শতাধিক নেতা-কর্মী। এ সময় তাঁরা নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বিএনপির সাংসদদের দিকে তেড়ে আসেন। যুব মহিলা লীগের কয়েকজন নেতা-কর্মীর হাতে লাঠিও দেখা যায়। বিএনপির সংসদ সদস্যদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন তাঁরা।এ সময় পুলিশ গিয়ে যুব মহিলা লীগের উত্তেজিত নেতা-কর্মীদের নিবৃত করার চেষ্টা চালায়। বিএনপির সাংসদেরা সেখান থেকে দ্রুত সংসদ ভবনের পূর্ব দিকে চলে যান। পরে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তাঃ- ০৫ নভেম্বর ২০১৩