জি নিউজঃ-সারাদেশে পালিত হয়েছে বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার সকালে সারাদেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, ছাত্রদল, মৎসজীবী দল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সহ অঙ্গসংগঠনগুলো আলাদা আলাদা কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- আলোচনা সভা, মিলাদ-মাহফিল, স্বেচ্ছায় রক্তদান। এ ছাড়া কেন্দ্রীয়ভাবে ২ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে সকাল সাড়ে ১১টার দিকে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ এবং স্ব-নির্ভর দেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেন মাটি ও মানুষের অবিসংবাদিত নেতা এবং তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান । উন্নয়ন ও অগ্রগতির স্লোগানে ১৯ দফা কর্মসূচি নিয়ে পথচলা শুরু করে দেশের মাটি ও মানুষের দল বিএনপি। নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে জনগণের ভোটে একাধিবার রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে দেশ পরিচালনা করেছে দলটি।মহান এ নেতার পর কোটি মানুষের প্রিয় সংগঠন বিএনপির নেতৃত্বের দায়িত্বভার অর্পিত হয় তার স্ত্রী বেগম খালেদা জিয়া ওপর। এরপর থেকে বেগম খালেদা জিয়া দলটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে ১৯৯১-৯৫ ও ২০০১-০৬ সালসহ বিএনপি তিনবার সরকার গঠন করে। প্রতিষ্ঠার পর থেকে নানা উত্থান-পতনের মাধ্যমে ৩৫ বছর পার করেছে বিএনপি।