স্টাফ রিপোর্টার, জি নিউজ ,বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বর্তমান সংকট উত্তরণে সমঝোতার অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত ১০টি মুসলিম দেশের কূটনীতিকদের বৈঠক করেছেন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরিস্কার করে বলেছেন, সরকার আলোচনার জন্য যোগাযোগ করেনি। সংলাপের কোনো উদ্যোগ লক্ষনীয় নয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহনযোগ্য নির্বাচন চায়। এ জাতি গণতন্ত্রকামী। সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হলে অবশ্যই আমরা তা করব। এ ব্যাপারে যে কেউ উদ্যোগ নিলে তা আমরা গ্রহণ করব।
বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
শমসের মবিন চৌধুরী জানান, মুসলিম দেশগুলোর অনুরোধেই এ বৈঠকের আয়োজন করা হয়। এটি একটি অভূতপূর্ব ঘটনা যে, তাঁরা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের ব্যাপারে আলোচনার কথা বলেছেন।
কূটনীতিকদের বরাত দিয়ে শমসের মবিন চৌধুরী জানান । বন্ধু হিসেবে তাঁরা বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি চান। তাঁরা বলেন বাংলাদেশের শান্তি মানে মুসলিম বিশ্বের শান্তি। তাঁরা চান বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হোক।
শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, কূটনীতিকেরা খালেদা জিয়াকে জানিয়েছেন,তাঁরা এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন। প্রয়োজনে আবারও বিরোধী দলের সঙ্গে আলোচনা করবেন। তাঁরা চান যত তাড়াতাড়ি সম্ভব আগামী নির্বাচনের ব্যাপারে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হোক। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা ধরে এ বৈঠক চলে। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সায়ের মোহাম্মদের নেতৃত্বে সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, মরক্কো, ওমান, মিসর ও লিবিয়ার কূটনীতিকেরা বৈঠকে যোগ দেন।সাক্ষাতের সময় সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও সৌদি আরবে বিএনপি চেয়ারপারসনের বিশেষ দূত মো. এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।