সিলেট প্রতিনিধি,জি নিউজঃ- বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দিতে সিলেট পৌঁছেছেন ,দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাড়িয়ে ছিলেন নেত্রীর ভক্তরা।নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘন্টা পরে পৌঁছালেও রাস্তা ছাড়েননি কেউ। নেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তবেই ঘরে ফিরেছেন তারা। গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে ৬ টায় চেয়ারপারসনের গুলশানের বাসা থেকে সড়ক পথে রওয়ানা করে, বিশাল গাড়ি বহর নিয়ে জনসভার উদ্দেশে মধ্যরাতে সিলেট সার্কিট হাউজে পৌঁছেছেন তিনি বিএনপি চেয়ারপার্সন ও ১৮ দলের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া, পথে পথে বিভিন্ন স্থানে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান প্রিয় নেত্রীকে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিক সমাবেশ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারই অংশ হিসেবে শনিবার সিলেটের মাদরাসা মাঠে ১৮ দলীয় জোট আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তিনি। এই সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও ১৮দলীয় জোটের শীর্ষ নেতারাও বক্তব্য দেবেন। ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সিলেটের সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ব্যাপক প্রচারণায় নেমেছেন তার সমর্থিত নেতাকর্মীরা। খালেদা জিয়ার সিলেটের পথে পথে আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের শোডাউন ছিল চোখে পড়ার মতো। ব্যানার, ফেস্টুন আর পোস্টার ছিল পুরো সড়ক জুড়ে। ছিল ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার দাবি সম্বলিত ব্যানার আর ফেস্টুন। নির্মাণ করা হয়েছে অগণিত তোরণ। তাঃ-৫, অক্টোবর২০১৩