ঢাকা প্রতিনিধি , জি নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর বলেছেন, জামায়াত-শিবির সম্প্রতি যে ধরনের হত্যাকান্ড, সংখ্যালঘুদের উপর নির্যাতন, বাড়িঘর ও যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে তা গণতান্ত্রিক প্রতিবাদের ভাষা নয়। শনিবার তিনি ঢাকা মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের জাতীয় সম্মেলন ২০১৩ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত-শিবির একটি রাজনৈতিক দলের সহযোগিতা নিয়ে এ ধরনের হত্যাকান্ড ও সহিংসতা চালাচ্ছে। তিনি বলেন, জামায়াত শিবিরের এ ধরনের হত্যকান্ড ও সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। তিনি বলেন, জামায়াত-শিবির সংখ্যালঘুদের উপর নির্যাতন করে দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের দুরভিসন্ধি কখনো সফল হতে দেয়া হবে না। মহিউদ্দিন খান আরমগীর বলেন, গত বুধবার নয়া পল্টনের বিএনপির প্রধান কার্যালযের সামনে তাদের বিক্ষোভ সমাবেশ তারা নিজেরাই পন্ড করে পরের দিন হরতাল আহ্বান করেছে। সেদিনের হরতালে জনগণ সাড়া দেয়নি। জনজীবনে এর তেমন প্রভাবও পড়েনি। তিনি বলেন, শাহবাগের প্রজন্ম চত্বরের সমাবেশ যাতে নির্বিঘ্নে হতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তবে নিরাপত্তা বলয়ের কারণে সমাবেশে অংশগ্রহণ করতে যাতে কাউকে বিড়ম্বনায় পড়তে না হয় সেদিকেও লক্ষ্য রাখা হয়েছে।
বিএনপি নিজেরাই সমাবেশ পন্ড করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Share This