জি নিউজঃ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইস ব্যাংক থেকে টাকা ফেরত আনার কথা বলার পরথেকে বিএনপি নেতাদের গায়ে জ্বালা শুরু হয়েছেবলে মন্তব্যকরেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ। আজমঙ্গলবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে আওয়ামী মুক্তিযুদ্ধপ্রজন্ম লীগ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথিরবক্তৃতায় তিনি এ কথা বলেন।তিনি বলেন তাদের মধ্যে অস্বস্তি লক্ষ্যকরা যাচ্ছে। সুইস ব্যাংকে তারেক ও কোকোর টাকা থাকায় বিএনপিরএ অস্বস্তি। এদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকরহমানের লন্ডনের প্রবাস জীবনের প্রতি ইঙ্গিত করে হাছান মাহমুদ বলেন, তারেকরহমার লন্ডনে বিলাসবহুল জীবন যাপন করছেন। নামী দামি ব্রান্ডের গাড়ি ব্যবহারকরছেন, মেয়েকে ভালো স্কুলে লেখাপড়া করাচ্ছেন এবং তাদের নিরাপত্তার জন্যনিরাপত্তারক্ষী নিয়োগ দিচ্ছেন। তিনি কিভাবে এসব ব্যয় নির্বাহ করছেন, তারআয়ের উৎস কি? সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ড. হাছান মাহমুদ।