জি নিউজঃ– গতমঙ্গলবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পূর্ব পাশে আয়োজিত বিএনপি এমপিদের মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন- আগামী ৩ জুনের আগেই বিএনপি নেতাদের মুক্ত করে দিলেই বুঝবো আলোচনা চান । বিএনপি নেতা তারেক জিয়ার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সরকারের আলোচনা করার সদিচ্ছা নেই-উল্লেখ করে মওদুদ বলেন, সরকার আলোচনা কথা বলে। অথচ এমকে আনোয়ারের জামিন নামঞ্জুর হয়েছে, বরকত উল্লাহ বুলুকে আটক রাখা হয়েছে। আর তারেক জিয়ার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা জারি করা হচ্ছে। তারা একদিকে বলে, আলোচনার কথা। অন্যদিকে বিএনপির সিনিয়র নেতাদের গ্রেফতার করে। আওয়ামী লীগের আলোচনার প্রস্তাবকে-বালক সুলভ’ উল্লেখ করে তিনি বলেন,আগামী ৩ জুনের আগেই বিএনপি নেতাদের মুক্ত করে দিলেই বুঝবো আলোচনা চান। আর যদি সন্ত্রাস চান তাহলে সন্ত্রাসের মধ্য দিয়েই বিদায় নিতে হবে এ সরকারকে। তিনি বলেন,সরকার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। আলোচনা করতে হলে, তা প্রত্যাহার করতে হবে। যদি আলোচনা চান এমকে আনোয়ার ও বুলুকে মুক্ত করে দিন। তা নাহলে আলোচনা সফল হবেনা। সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ- উল্লেখ করে বলেন, সরকারের এ ব্যর্থতার জবাব দিতে মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। গণতন্ত্রকে অব্যাহত রাখতে নির্বাচন নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে ঐতিহাসিক রাজনৈতিক দল উল্লেখ করে ব্যারিস্টার মওদুদ বলেন, সংবাদপত্র, টেলিভিশন বন্ধ করে দিচ্ছে। হামলা-নির্যাতন করে সমাবেশ বন্ধ করে দিচ্ছে। সরকারকে মনে রাখতে হবে এই আন্দোলন বিএনপি ও ১৮ দলের না, ১৬ কোটি মানুষের।
বিএনপি নেতাদের মুক্ত করে দিলেই বুঝবো আলোচনা চান- ব্যারিস্টার মওদুদ আহমদ
Share This