বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতাদের নিয়ে খালেদা জিয়ার বৈঠক
জি নিউজ অনলাইনঃ- বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানায়, আসন্ন ঈদ উপলক্ষে জনগণের জনদুর্ভোগের কথা বিবেচনা করে আপাতত ঈদের আগে কোনো কঠোর কর্মসূচি দিবে না ২০ দলীয় জোট। তবে ঈদের পরে হজ, তাবলীগ জামায়াত ও মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুপ মন্তব্যের প্রতিবাদে ঈদের পর ২০ দল হরতালের মতো কর্মসূচি দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে। এছাড়া ঈদের পরে ২০ দল রাজধানীতে সমাবেশ করবে বলেও সূত্রটি জানায়। সূত্র আরো জানায়, লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে বুধবার জোটের বিভিন্ন ইসলামিক দলের ডাকা দেশব্যাপি বিক্ষোভ কর্মসূচিতে ২০ দলের সমর্থন দিয়েছে। বৈঠক শেষে ২০ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান সাংবিদকের বলেন, বৈঠকের বিষয়ে বিস্তারিত আগামীকাল বুধবার নয়াপাল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বলা হবে।