জি নিউজ :- বিএনপি স্থায়ী কমিটির মুলতবি বৈঠক অনুষ্ঠিত-সিদ্ধান্ত আগামী কাল
গতবুধবার গুলশানস্থ দলের চেয়ারপারসনের কার্যালয়ে রাত ৯টা ২০ মিনিটে মুলতবি বৈঠক শুরু হয়ে রাত পৌনে ১১টায় শেষ হয়। এতে সভাপতিত্ব করেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির মুলতবি বৈঠক শেষে ব্যারিস্টার মওদুদ আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানানো হবে। বৈঠক উপস্থিত ছিলেন- ড. আর এ গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়
জি নিউজ /তাঃ-২২/০৫/২০১৩