জি নিউজ প্রতিনিধি, ঢাকা , নববর্ষেরউৎসব শেষে এবারের পয়লা বৈশাখে বিকেল পাঁচটার মধ্যে রমনা পার্ক এবং সন্ধ্যা সাতটার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান ত্যাগ করার অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ দুপুরে পয়লা বৈশাখ উপলক্ষে পুলিশের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে অবহিত করতে ডিএমপির তথ্যকেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের পয়লা বৈশাখে বিকেল পাঁচটার মধ্যে রমনা পার্ক ছাড়ার পরামর্শ পুলিশের
কমিশনার বেনজীর আহমেদ এ কথা বলেন। তবে তিনি জানান, নিরাপত্তার জন্য পুলিশ সর্বাত্মক সতর্কাবস্থায় থাকবে। নগরের প্রতিটি স্থানে নববর্ষ উদযাপন অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালন করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে এবং ২২টি স্থানে তল্লাশি চৌকি বসানো হবে। পাশাপাশি যান চলাচল নির্বিঘ্ন করতে ট্রাফিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার বর্ষবরণের অনুষ্ঠানে শরিক হওয়ার জন্য নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, সন্দেহজনক অস্ত্র, ছুরি, কাঁচি, পটকা, ব্লেড, দেশলাই এমনকি নেইল কাটার জাতীয় বস্তু বহন না করার পরামর্শ দেন।
এ ছাড়া হকারদের ওই দিন ভোর চারটার মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত থাকতে বলা হয়েছে। এদিকে রমনা উদ্যানে অরুণোদয়, রমনা রেস্তোরাঁ, অস্তাচল (শিশুপার্ক) ও নতুন গেট (বৈশাখী অস্তাচলের মাঝে) দিয়ে ঢুকতে বলা হয়েছে। বের হওয়ার জন্য উত্তরায়ণ (থাই ক্রসিং) ও বৈশাখী গেট এবং শ্যামলীমা (কাকরাইল মসজিদ) ও স্টার গেইট (মত্স্য ভবন) ব্যবহার করতে হবে। যানবাহন ডাইভারশনের কথা বলা হয়েছে: মিরপুর থেকে ফার্মগেট হয়ে আগত যানবাহনকে সোনারগাঁ হোটেলের মোড় হয়ে মগবাজার ও মালিবাগ দিয়ে সায়েদাবাদ যাত্রাবাড়ী যেতে বলা হয়েছে অথবা বাংলামোটর হয়ে সোজা মাগবাজার দিয়ে যেতে বলা হয়েছে। মোহাম্মাদপুর থেকে আগত যানবাহন সাইন্স ল্যাবরেটরি হয়ে নীলক্ষেত, নিউ মার্কেট, বকশী বাজার, ঢাকেশ্বরী মন্দির হয়ে মতিঝিল সায়েদাবাদ, শ্যামপুরে যেতে বলা হয়েছে। টঙ্গী এয়ারপোর্ট হতে যেসব যানবাহন গুলিস্তান ও সায়েদাবাদ যাতায়াত করবে তাদের টঙ্গী-বিমানবন্দর-প্রগতি সরণি বামে মোড় বিশ্বরোড ধরে মালিবাগ রেলক্রসিং ও খিলগাঁও ফ্লাইওভার দিয়ে গন্তব্যে যেতে বলা হয়েছে। ধামরাই গাবতলীর সেসব যানবাহন গুলিস্তান যাতায়াত করে তাদেরকে সাইন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট নীলক্ষেত, হয়ে সোজা আজিমপুর দিয়ে গন্তব্যে যেতে বলা হয়েছে। মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানে আগত সকলকে তল্লাশি করা হবে। সে ক্ষেত্রে আগত জনসাধারণকে ম্যাচলাইট, ম্যাচ ব্ক্স বহন না করতে বলা হয়েছে পাশাপশি নিরাপত্তা বলয়ের ওই এলাকায় জনসাধারণকে ধূমপান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।, কোনো ধরনের সমস্যা হলে পুলিশের নিয়ন্ত্রণকক্ষ ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮,পুলিশের কন্ট্রোল রুম, -৯৯৯, ব্যবহার করতে বলা হয়েছে: সোহরাওয়ার্দী উদ্যানে সাব কন্ট্রোল রুম স্থাপন করা হচ্ছে জনসাধারণের নিরাপত্তা বিধানের জন্য।তা;১২/৪/২০১৩