জি নিউজ বিডি ডট নেট ঃ– সুপ্রিম কোর্টের আরেকজন প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন একজন নারী শিক্ষানবিশ৷ এই মামলায় প্রথম দিকে সুপ্রিম কোর্ট মুখ ঘুরিয়ে নিলেও, শেষে শুনানিতে রাজি হয়েছে৷ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একজন মহিলা শিক্ষানবিশকে যৌন হেনস্তা করার অভিযোগের জের কাটতে না কাটতে ফের শীর্ষ আদালতের আরেকজন প্রাক্তন বিচারপতি এবং জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের প্রধান স্বতন্দ্র কুমারের বিরুদ্ধে একই ধরণের অভিযোগ আনলেন তাঁর অধীনস্থ একজন নারী শিক্ষানবিশ বা ইন্টার্ন৷ শীর্ষ আদালতের কাছে পেশ করা তাঁর হলফনামায় ঐ মহিলা শিক্ষানবিশ ঐ বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আর্জি জানান৷ নারী অধিকার আদায়ের আন্দোলন চলছে, চলবে… কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দেয়, অশোক গঙ্গোপাধ্যায় মামলায় সুপ্রিম কোর্টের ‘ফুল বেঞ্চ’ সিদ্ধান্ত নিয়েছিল যে, প্রাক্তন বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ আর গ্রহণ করবে না কোর্ট৷ ঐ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সেই নারী ইন্টার্ন জানান যে, সেই ঘটনার সময় অভিযুক্ত বিচারপতি ঐ পদে ছিলেন৷ তাই এই ধরণের মামলার তদন্ত করার উপযুক্ত ‘মেকানিজম’ গঠনের জন্য শীর্ষ আদালতের কাছে আর্জি জানান তিনি৷মহিলা শিক্ষানবিশের অভিযোগ এবং তদন্তের আর্জি সমর্থন করেন অতিরিক্ত সলিসিটর জেনারেলসহ শীর্ষ স্থানীয় আইনজীবীরা৷ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এই ঘটনার তদন্ত মামলার শুনানিতে রাজি হন৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ঘটনায় তিন সদস্যের অভ্যন্তরীণ কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট৷ উল্লেখ্য, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তদন্ত মামলার ইস্যু রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছায়৷ ঘরে বাইরের চাপের মুখে নিজের মান বাঁচাতে তিনি স্বেচ্ছায় পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে ইস্তফা দিতে বাধ্য হন৷ বাংলাদেশে রাজনৈতিক সংকট এবং সহিংসতা–দক্ষিণ এশিয়ার এ দেশটিতে বছর জুড়েই চলেছে রাজনৈতিক সংকট এবং সহিংসতা৷ যুদ্ধাপরাধীদের বিচার এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি – এই দুটো ইস্যুকে ঘিরে ব্যাপক সহিংসতায় ৫০০ জনেরও বেশি মানুষ মারা গেছে দেশটিতে৷
কিম জং উনের পারমাণবিক পরীক্ষা
১২ ফেব্রুয়ারি বিশ্বের অনেকগুলো ভূকম্পন কেন্দ্র উত্তর কোরিয়ার উত্তর-পূর্ব প্রান্তের মাটির এক কিলোমিটার গভীরে কম্পন অনুভব করে৷ ২০০৬ ও ২০০৯ সালের পর ওটা ছিল উত্তর কোরিয়ার সফল তৃতীয় পারমাণবিক পরীক্ষা৷ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সব দেশতো বটেই, এমনকি উত্তর কোরিয়ার বন্ধুরাষ্ট্র চীনও এর নিন্দা করে৷
এশিয়া ২০১৩ : ফিরে দেখা
বাংলাদেশে পোশাক শিল্প কারখানায় ধস
গত ২৪ এপ্রিল বাংলাদেশে একটি আটতলা ভবন ধসে পড়ে৷ ভবনটিতে কয়েকটি তৈরি পোশাকের কারখানা, বেশ কিছু দোকান এবং একটি ব্যাংক ছিল৷ অনুমতি ছাড়া নির্মিত এ ভবন ধসে পড়ায় এগার’শ-রও বেশি মানুষ নিহত এবং আড়াই হাজারেরও বেশি মানুষ আহত হয়৷ এর ফলে প্রতিবাদের ঝড় ওঠে এবং পোশাক শিল্প কারখানায় কাজের পরিবেশ নিয়েও প্রচুর বিতর্ক হয়৷
পাকিস্তানে ঐতিহাসিক নির্বাচন
পাকিস্তানে মে মাসে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে জিতে নওয়াজ শরিফের রক্ষণশীল মুসলিম লীগ ক্ষমতায় এসেছে৷ দেশটির ইতিহাসে এই প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের কাছে আরেকটি নির্বাচিত সরকার ক্ষমতা হস্তান্তর করে৷
ইরানে নতুন প্রেসিডেন্ট
মাহমুদ আহমাদিনেজাদের মেয়াদ পূর্ণ হবার পর এ বছর ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মধ্যপন্থি হাসান রোহানি৷ তাঁর ‘মনোহর কূটনীতি’ ইতিমধ্যে উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছে৷ নভেম্বরের শেষ দিকে দেশটির সঙ্গে পারমাণবিক কর্মসূচি বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির বোঝাপড়া হয়৷ এর ফলে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল হবে বলে আশা করা হচ্ছে৷
ভারতে ধর্ষকদের মৃত্যুদণ্ড
২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে এক তরুণীর প্রহার এবং ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়ার ঘটনায় চার ধর্ষককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত৷ ২৩ বছর বয়সি তরুণীটির করুণ জীবনাবসান আলোড়ন তোলে৷ এ ঘটনা ভারতে নারীদের নিরাপত্তা এবং মর্যাদা নিয়ে সর্বস্তরে তুমুল বিতর্কের জন্ম দেয়৷
চীনে বো শিলাই–এর শাস্তি
দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত সেপ্টেম্বরে বো শিলাই-কে কারাদণ্ড দেয়া হয়৷ একই সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর এই সাবেক সদস্যের কয়েক মিলিয়ন ডলার মূল্যের সম্পদ বাজেয়াপ্তও করা হয়৷ অভিযুক্ত হওয়ার আগ পর্যন্ত বো শিলাই-এর কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আসার সম্ভাবনা উজ্জ্বল ছিল৷
কুন্দুস হস্তান্তর
গত ৬ অক্টোবর জার্মানির প্রতিরক্ষামন্ত্রী টোমাস দেমেজিয়ের এবং পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে আফগান বাহিনীর কাছে কুন্দুসে থাকা জার্মান সশস্ত্র বাহিনীর ক্যাম্পটি হস্তান্তর করেন৷ এরপর থেকে জার্মান সৈন্যরা উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফে তাঁদের প্রধান কার্যালয়ে অবস্থান নিয়েছে৷
এশিয়া ২০১৩ : ফিরে দেখা
ঘূর্ণিঝড় হাইয়ান
নভেম্বরে ঘূর্ণিঝড় হাইয়ান ফিলিপিন্সের বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হানলে ৫ হাজারেরও বেশি মানুষ নিহত এবং অন্তত হাজার দশেক আহত হয়, গৃহহারা হয় প্রায় চল্লিশ লক্ষ মানুষ৷ ফিলিপিন্সে এমন ভয়ংকর ঘূর্ণিঝড় আগে কখনো হয়নি৷
থাইল্যান্ডে প্রতিবাদ
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে চলমান বিক্ষোভ ২৫ নভেম্বর চূড়ান্ত রূপ নেয়৷ বিক্ষোভকারীরা সেদিন রাজধানী ব্যাংককের সরকারি কেন্দ্রীয় ভবনে ঢুকে পড়ে৷ ইংলাক সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওায়াত্রার ছোট বোন৷ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিনের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহারের উদ্যোগ নিয়ে তাঁকে নির্বাসন থেকে ফেরানোর চেষ্টা করায় শুরু হওয়া এই বিক্ষোভ এখনো চলছে৷
চীনের সংস্কার পরিকল্পনা
নভেম্বরের আরেকটি আলোচিত ঘটনা চীনের কম্যুনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভা৷ সংস্কার পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে আহ্বান করা এ সভায় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়৷ বেসরকারি উদ্যোগ, বিদেশী বিনিয়োগকে আরো উৎসাহিত করা, স্থানীয় আদালতকে আরো স্বাধীন করার মতো বিষয়ও ছিল আলোচ্যসূচিতে৷ তবে চীনের শ্রমশিবির বিষয়ক ঘোষণার কার্যকারীতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷
পূর্ব চীন সাগর বিরোধ
পূর্ব চীন সাগরের সেনকাকু দ্বীপমালার ওপর দাবি জোরদার করতে ‘বায়ু প্রতিরক্ষা সনাক্তরণ এলাকা’ ঘোষণা করে বেইজিং৷ জাপানের নিয়ন্ত্রণাধীন চীনও দ্বীপমালাটির মালিকানা দাবি করে আসছে৷ নির্ধারিত আকাশ প্রতিরক্ষা অঞ্চলে অন্য দেশের বিমান প্রবেশ করার আগে পরিচয় জানাতে হবে – এই দাবি করে চীনের ‘বায়ু প্রতিরক্ষা সনাক্তরণ এলাকা’ ঘোষণার পর যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া সেখানে বিমান পাঠায়৷
নিজের ফুফার মৃত্যুদণ্ড কার্যকর করলেন কিম
ডিসেম্বরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ফুফা জ্যাং সং থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়৷ দেশদ্রোহীতা, ক্ষমতা দখলের ষড়যন্ত্র, মাত্রাতিরিক্ত নেশা এবং নারীলিপ্সাসহ অনেকগুলো অভিযোগ বিশেষ সামরিক আদালতে প্রমাণিত হয়েছে বলে দাবি করে এ শাস্তি কার্যকর করা হয়৷ জ্যাং সং থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করায় উত্তর কোরিয়া সরকারের ব্যাপক সমালোচনা হয়েছে.
বিচারপতি স্বতন্দ্র কুমারের বিরুদ্ধে কী ধরণের যৌন হেনস্তার অভিযোগ আনা হয়? মহিলা ইন্টার্নের অভিযোগ, বিচারপতি স্বতন্দ্র কুমারের অধীনে জুনিয়ার আইনজীবী হিসেবে কাজ করার সময় একবার তিনি তাঁর নিতম্বে হাত রাখেন আর তাঁর কোমর জড়িয়ে কাঁধে চুমু খান৷ এমনকি কাজের অছিলায় বাইরে গিয়ে একই হোটেলে থাকতে রাজি আছেন কিনা – তারও প্রস্তাব দেন৷ বিচারপতি গঙ্গোপাধ্যায় মামলার সঙ্গে এর মৌলিক পার্থক্য যৌন হেনস্তার ঘটনার সময় একজন ছিলেন অবসরপ্রাপ্ত, অন্যজন ছিলেন স্বপদে বহাল৷ বিচারপতি স্বতন্দ্র কুমার অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটা তাঁর বিরুদ্ধে একটা চক্রান্ত, প্রশ্ন হলো, ইন্টার্ন কাদের বলা হয়? অভিজ্ঞ আইনজীবীদের কাছে যাঁরা শিক্ষানবিশ বা জুনিয়ার হিসেবে কাজ করেন৷ নিয়ম অনুসারে আইন পরীক্ষায় উত্তীর্ণ হবার পর প্রথমে বার কাউন্সিলের সদস্য হতে হয়৷ একমাত্র তারপরই আইনি পেশায় নামা যায়৷ তবে কিছু বিষয় আছে যা শিখতে হয় অভিজ্ঞ আইন বিশেষজ্ঞদের কাছে৷স্বাভাবিকভাবেই, এই ধরণের ঘটনার পর মহিলা ইন্টার্নদের নিয়োগ করা নিয়ে সমস্যা হতে পারে৷ তাতে অসুবিধায় পড়তে পারেন মহিলারাও৷ আর এই ধরণের শ্লীলতাহানির ঘটনার নেতবাচক প্রভাব পড়তে পারে আইনি পেশায়৷ সূত্র–DW.DE