বিদেশ ভ্রমণে ১২ হাজার ডলার ব্যয় করা যাবে

bim 7জি নিউজঃ- এখন থেকে বিদেশ ভ্রমণে বছরে ১২ হাজার ডলার ব্যয় করা যাবে, যা এর আগে ছিলো ৭ হাজার ডলার।এর আগে একবার ভ্রমণের সময় সর্বোচ্চ ২ হাজার ডলার সঙ্গে নেয়া গেলেও এই অঙ্ক বাড়িয়ে ৩ হাজার ডলার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান ব্যাংকগুলোতে প্রচুর পরিমাণে নগদ ডলার থাকার কারণে এই পদক্ষেপ নেয়া হয়েছে। বিদেশ ভ্রমণে ব্যয়সীমা বাড়ানোর সার্কুলার রোববার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।এতে বলা হয়েছে, “এখন থেকে বছরে সার্কভুক্ত দেশগুলো ও মিয়ানমারের জন্য ৫ হাজার এবং বিশ্বের অন্য দেশগুলোর জন্য ৭ হাজার ডলার ব্যয় করতে পারবেন একজন ভ্রমণকারী।” র আগে মিয়ানমার ও সার্কভুক্ত দেশগুলোর জন্য ভ্রমণকারীরা ২ হাজার ডলার ব্যয় করতে পারতেন, অন্য দেশের জন্য ছিল ৫ হাজার ডলার। সংশ্লিষ্ট সূত্রের জানা যায় বর্তমানে ব্যাংকগুলোতে ৫ কোটি ১০ লাখ নগদ ডলার রয়েছে। এসব ডলার ব্যাংক আমানতের অর্থ দিয়ে কিনেছে, যার বিপরীতে ব্যাংকের খরচ রয়েছে। এই অতিরিক্ত ডলারের কেনাবেচা বাড়ানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে সূত্রের জানা যায়  ।
Exit mobile version