স্টাফ রিপোর্টার, জি নিউজ ঃ চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর আহ্বানে বিরোধী দলের নেতা ইতিবাচক সাড়া দিলে সংলাপের বসতে দু-একদিনের মধ্যেই তাঁদের লিখিত প্রস্তাব দেওয়া হবে। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। লিখিত প্রস্তাব দিলে সংলাপে যোগ দেব ,বিএনপির এমন দাবির প্রসঙ্গে মতামত জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে গেস্ট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম । ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয় নিয়ে আলাপ করেন সৈয়দ আশরাফ ইসলাম । তিনি বলেন, প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। আমরা বিরোধীদলীয় নেত্রীর ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছি। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যদি সুষ্ঠু উত্তর ও ইতিবাচক সাড়া দেন, তাহলে আমরা বিরোধী দলকে সংলাপে বসতে লিখিত প্রস্তাব দেব।এই আলোচনার মাধ্যমে নির্বাচনের সব বিষয় নিয়ে ঐকমত্য হবে বলেও আশা করেন তিনি। তবে নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে সংলাপে বসলে এ সমস্যা সমাধান করা খুব বেশি জটিল নয়। আলোচনার মাধ্যমেই একটি অবস্থানে পৌঁছানো যাবে। হেফাজতে ইসলাম ৫ মে ঢাকা ঘেরাও কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ বলেন। মৌলবাদীদের হাতে কখনোই রাজনীতি ছেড়ে দেওয়া হবে না। হেফাজতের অবরোধ কর্মসূচি নিয়ে সরকারও শঙ্কিত নয়