জি নিউজ ডেস্ক ঃ সাভার, জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে বিরোধী দলকে সংসদে যোগ দেয়ার আহবান জানিয়েছেন। বুধবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে ১ মিনিট নিরবতা পালন করে পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
আগামী বাজেট অধিবেশন অতন্ত গুরুত্বপূর্ণ। তাই এ অধিবেশনে বিরোধীদলের অংশগ্রহণ কামনা করে মাননীয় স্পিকার বলেন, সংসদকে কার্যকর করতে বিরোধী দলের যে দায়িত্ব রয়েছে, তা যেন তারা ঠিকভাবে পালন করে। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু সংসদে এসে আলোচনা করার আহবান জানান, নবনির্বাচিত স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ।
জি নিউজ /১ মে /২০১৩