জি নিউজ ঃ- বিরোধী দলের জন্য কোনো কোনো শ্রেণী মায়া কান্না করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশ শান্ত থাকলে, আওয়ামী লীগ দেশেরমানুষের জন্য কাজ করলে একটি বিশেষ মহলের জ্ঞানের দরজা খুলে যায়। এনির্বাচনের পর আমরা সরকার গঠন করে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনেছি। দেশআবার উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু কোনো কোনো মহল বিশেষের যেন এটাপছন্দ না। তাদের কান্না ওই জঙ্গিবাদ সন্ত্রাসী স্বাধীনতাবিরোধী শক্তিরজন্য।বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীরবঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায়প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ওসাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচনা করে বলেন, জিয়াউর রহমান নামেইমুক্তিযোদ্ধা ছিলেন। ১৯৭৫-এর পর জিয়াউর রহমান পরাজিত শক্তির দোসর হিসেবে ক্ষমতা দখল করেছিলেনবলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, জিয়া কারফিউ গণতন্ত্র দিয়েছে। ’৭৫ থেকে ’৮৬ পর্যন্ত বাংলাদেশে প্রায় প্রতি রাতে কারফিউ ছিল। এটি হয়তো অনেকের স্মরণনেই। তিনি বলেন, ‘অনেকে বলে জিয়াউর রহমান গণতন্ত্র দিয়েছে। আমরা এটিকেকারফিউ গণতন্ত্র বলি। এ সময় ধনীক শ্রেণী গড়ে ওঠে। গরিব আরও গরিব হয়েছে।৭৫-এর আগে কেউ আঙুল ফুলে কলাগাছ হয়নি।তারা পরাজয়ের প্রতিশোধ নিলো ’৭৫ -এর ১৫ আগস্ট।’বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেপ্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আমাদেরলক্ষ্য। যে আদর্শ বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন, তা নিয়েই আমাদের চলতেহবে।সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, লতিফ সিদ্দিকী প্রমুখ।
বিরোধী দলের জন্য কোনো কোনো শ্রেণী মায়াকান্না করছে- প্রধানমন্ত্রী
Share This