জি নিউজঃ-পেশাজীবী নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার ইফতার মাহফিল গত সোমবার জাতীয় সংসদ ভবনের এল ডি হলে অনুষ্ঠিত হয়। ইফতারের আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইফতার পার্টিতে উপস্থিত হন বেগম খালেদা জিয়া। এতে সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিকবৃন্দ অংশ নেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ইফতারে অংশ নেন- প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক এমএ মাজেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. তালুকদার মনিরুজ্জামান, সাবেক সচিব আসাফউদ্দৌলা, সাংবাদিক শফিক রেহমান, ঢাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. সদরুল আমিন, অর্থনীতিবিদ ড. মাহবুবউল্লাহ। সম্পাদক ও সাংবাদিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এবিএম মুসা, ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, মাহফুজ উল্লাহ, সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, বৈশাখী টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল, কালের কন্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, নিউ নেশন সম্পাদক কামাল আহমেদ মজুমদার, একুশে টিভির চেয়ারম্যান ড. আবদুস সালাম, প্রাইম খবর ডটকমের উপদেষ্টা সম্পাদক এলাহী নেওয়াজ খান সাজু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান নির্বাহী তৌফিক ইমরোজ খালেদী, ৭১ টেলিভিশনের বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা। ইফতারের টেবিলে অতিথিদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও দলের শীর্ষ নেতারা ইফতার করেন।