অনলাইন ডেস্ক পরবর্তী অস্কার এখনো অনেক দূরে। কে পুরস্কার পাচ্ছেন সেটা বলা তো দূরের কথা, মনোনয়ন তালিকাও জানতে এখনো ঢের বাকি। তবে একটি বিষয় নিশ্চিত। অস্কারের ট্রফিটা হাতে তুলবেন অ্যাঞ্জেলিনা জোলি। বিশেষ সম্মানসূচক অস্কার দেওয়া হচ্ছে এই অভিনেত্রীকে। ‘গভর্নরস অ্যাওয়ার্ডস’ নামের এ বিশেষ সম্মাননা আগামী ১৬ নভেম্বর দেওয়া হবে জোলিকে। চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি দেওয়া হয় এ পুরস্কারের মাধ্যমে। এখন পর্যন্ত যে চারজন এ বিশেষ পুরস্কার পেয়েছেন, তাঁদের মধ্যে জোলিই সবচেয়ে কম বয়সে এটি পেতে চলেছেন। প্রসঙ্গত: জোলির মতই মানবতার কাজের কারণে অভিনেতা অ্যাঞ্জেলা ল্যান্সবারি, স্টিভ মার্টিন ও ইতালির কস্টিউম ডিজাইনার পিয়েরো টোসিকে সম্মানিত করবে অস্কার কর্তৃপক্ষ। এই পুরস্কারটি দেয়ার মাধ্যমে মোশন পিকচার ইন্ডাস্ট্রি এমন ব্যক্তিদের সম্মানিত করে যারা মানবতার সাহায্য এগিয়ে এসে ইন্ডাস্ট্রির জন্য সম্মান বয়ে এনেছেন। এএনআই।খবর অনলাইন ,