অনলাইন ডেস্ক,জি নিউজঃ- আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা- এনএসএ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০ হাজার কম্পিউটার নেটওয়ার্কে নজরদারির ব্যবস্থা করেছে। এতে করে লাখ লাখ কম্পিউটার থেকে তথ্য চুরি করে দেশটি। সাবেক মার্কিন গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেয়া তথ্যের ভিত্তিতে এ খবর দিয়েছে নেদারল্যান্ডসের সংবাদপত্র এনআরসি হ্যান্ডেলসব্লাড। স্নোডেনের ফাঁস করে দেয়া তথ্য থেকে জানা যায়, অন্তত ৫০ হাজার নেটওয়ার্ক পয়েন্টে গোয়েন্দা যন্ত্র স্থাপন করেছে মার্কিন গোয়েন্দারা। এর মাধ্যমে শত্রু রাষ্ট্রগুলোর তথ্যভাণ্ডার থেকে অনেক গোপন তথ্য হাতিয়ে নিয়েছে আমেরিকা। কম্পিউটারের গোপন ‘ম্যালওয়ার’ স্থাপনের পর তা বছরের পর বছর সচল রয়েছে এবং সেগুলোকে খুঁজে বের করা কঠিন হয়ে পড়ে। আমেরিকার এ নজরদারির আওতায় চীন, রাশিয়া, ভেনিজুয়েলা, ব্রাজিল, বেলজিয়াম, নেদারল্যান্ডস-সহ বিশ্বের বহু দেশ রয়েছে। খবর রেডিও তেহরানএর তাঃ- রবিবার ২৪ নভেম্বর২০১৩
বিশ্বজুড়ে ৫০ হাজার কম্পিউটার নেটওয়ার্কে আড়ি পেতেছে আমেরিকা
Share This