নিউজ বিডি ডট নেট ঃ- এবার রেকর্ড ভেঙে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ‘মানব পতাকা, গতকাল সোমবার দুপুর দিকে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড বিশ্বের সবচেয়ে বড় এ মানব পতাকা তৈরি করে রেকর্ড গড়া হয়। ছয় মিনিট ১৬ সেকেণ্ড স্থায়ী ছিল এ রেকর্ড গড়ার মুহূর্তটি। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় পৃথিবীর সবচেয়ে বড় জাতীয় পতাকা তৈরিতে সহযোগিতা করেছে বেসরকারি মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। আর সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে এ রেকর্ড গড়তে অংশ নেয় সশস্ত্র বাহিনীর আট হাজার সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং নিবন্ধনকৃত তরুণ-যুবক ও বয়স্ক মিলে ১৯ হাজার ১১৭ জন বাঙালি। যারা মূলত পতাকার সবুজ অংশের রূপ দেয়। সকাল ৯টার পর অনুষ্ঠানস্থল প্যারেড গ্রাউন্ডে আসতে থাকে রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসতে থাকে পতাকা তৈরি কার্যক্রমে অংশ নিতে নিবন্ধন করা তরণ-তরুণী, যুবক-যুবতী, এমনকি ষাটোর্ধ্ব মানুষ। তাদের চোখে ছিল জয়ের অদম্য এক নেশা। মঞ্চ থেকে অভিনেতা আফজাল হোসেন ও অপি করিমের মুহুর্মুহু ঘোষণা (আগত স্বেচ্ছাসেবীদের উদ্দেশে)Ñ আপনারা নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে পড়–ন। বেলা ১২টা পর্যন্ত উপস্থাপকদ্বয় বিশ্ব রেকর্ড করতে যেসব নিয়মকানুন মানতে হবে তা জানিয়ে দিচ্ছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবীদের আগমনও বাড়তে থাকে। কানায় কানায় পূর্ণ হতে থাকে প্যারেড ময়দানের নির্দিষ্ট মানব পতাকা তৈরির স্থান। দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর মঞ্চে এসে বলেন, ৪২ বছর আগে পাকিস্তানকে হারিয়েছি। আজ আবার আমরা পাকিস্তানকে হারাব। স্বেচ্ছাসেবীদের উদ্দেশে বলেন, আপনাদের হাতে বাংলার অহঙ্কার জাতীয় পতাকা রয়েছে। এ অহঙ্কার সারা বিশ্বকে দেখাতে হবে। তিনি বলেন, চ্যানেল আইয়ের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের খ্যাতনামা টেলিভিশন চ্যালেনের অনেকেই এ অনুষ্ঠান সরাসরি প্রচার করছে। এছাড়া দীর্ঘ মানব পতাকা তৈরির অনুষ্ঠানে গিনেস ওয়ার্ল্ড কমিটির একজন অনুমোদিত পর্যবেক্ষক উপস্থিত ছিলেন। তিনি আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট তথ্য ও ছবি গিনেস ওয়ার্ল্ড কমিটির কাছে তুলে ধরবেন বলে জানা গেছে। তাঃ- ১৭ডিসেম্বর২০১৩
বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা তৈরির রেকর্ড
Share This