জি নিউজ অনলাইনঃ- চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক এমপি শামছুল ইসলামসহ ২১ নেতা-কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে আগামী বুধবার চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।এ ছাড়াও ওই ২১ জনকে আটকের প্রতিবাদে কাল মঙ্গলবার চট্টগ্রামের থানা-উপজেলায় বিক্ষোভ করবে দলটি।নগর জামায়াতের নায়েবে আমির আহসান উল্লাহ সোমবার রাতে এ কথা জানান। তিনি বলেছেন, অন্যায়ভাবে তাদের আটকের প্রতিবাদে এ হরতাল দিয়েছে জামায়াত।উল্লেখ্য, বিকেলে নগরের দেওয়ান বাজারে জামায়াতের কার্যালয় থেকে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আ ন ম শামছুল ইসলাম, সেক্রেটারি নজরুল ইসলামসহ ২১ জনকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ।
বুধবার তিন পার্বত্য জেলায় হরতাল ডেকেছে জামায়াত
Share This