জি নিউজঃ-আগামীকাল বৃহস্পতিবার থেকে আইন-শৃঙ্খলা বাহিনী নামানো হচ্ছে,পোশাক শিল্পের বিশৃঙ্খলা দমনের । বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী সাংবাদিকদের এ কথা জানান। আবদুস সালাম মুর্শেদী সাংবাদিকদের বলেন, গত কয়েকদিনের সহিংসতায় এ পর্যন্ত প্রায় ৬শ’ কারখানা বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। এ অবস্থায় আমরা আমাদের প্রতিষ্ঠান নিয়ে চরমভাবে বিচলিত। এর প্রেক্ষিতে আজকের বৈঠকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পর্যাপ্ত নিরাপত্তার দাবি করেছি। তিনি আমাদের আগামীকাল থেকে প্রতিটি কারখানা ও সংলগ্ন এলাকায় বিজিবি, র্যাব ও পুলিশ দিয়ে পর্যাপ্ত নিরাপত্তা দেবেন বলে জানিয়েছেন।তাঃ- ২৫ সেপ্টেম্বর, ২০১৩
বৃহস্পতিবার থেকে শিল্প এলাকায় বিজিবি ও র্যাব নামছে
Share This