জি নিউজ -ডেস্কঃ-, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলা থেকে বাদ দেয়া হচ্ছে না জেনারেল পারভেজ মুশাররফের নাম। এ নিয়ে সাবেক সেনাশাসক যে আবেদন করেছিলেন রাওয়ালপিন্ডির সন্ত্রাস-বিরোধী আদালত আজ (মঙ্গলবার) তা নাকচ করে দিয়েছে। মুশাররফের আবেদনের পক্ষে আদালতে যুক্তিতর্ক তুলে ধরেন তার আইনজীবী অ্যাডভোকেট আখতার শাহ। শুনানি শেষে আাদলত বলেছে, আসামী পক্ষের যুক্তি গ্রহণযোগ্য নয়। এছাড়া, বেনজির ভুট্টো হত্যা মামলায় জেনারেল মুশাররফ অন্যতম পক্ষ এবং সাক্ষী হওয়ার যে আবেদন করেছেন তাও নাকচ করে দিয়ে আদালত বলেছে, তার সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রয়েছে। অবশ্য, এ মামলার বিচার নতুন করে শুরুর আবেদন আদালত মঞ্জুর করেছে। আগামী ২২ অক্টোবর নতুন বিচারকাজ শুরু হবে এবং এরইমধ্যে তিন সাক্ষীকে তলব করেছে আদালত।খবর রেডিও তেহরান এর তাঃ- 0৮ অক্টোবার২০১৩
বেনজির হত্যা মামলা থেকে রেহাই পাচ্ছেন না জেনারেল মুশাররফ
Share This