বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক,জি নিউজ:বেনাপোলেরপুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলিতেদুই বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেনতারা পেশায় গরু ব্যবসায়ী ছিলেনগতকালগভীররাতে এ ঘটনা ঘটেনিহতরা হলেন- পুটখালী ইউনিয়নের শিবনাথপুর গ্রামেরচাঁন্দআলীর ছেলে হাবিবুর (৩৫) ও বাঁগআচড়া ইউনিয়নের ১ নম্বর বসতপুর কলোনিএলাকার সবেদ আলীর ছেলে ফারুক (২৫)

২৩বিজিবির পুটখালী ক্যাম্পের সুবেদার শফিউদ্দিন জানান, গতকাল রাত সাড়ে ১২ টারদিকে পুটখালী সীমান্ত দিয়ে একদল গরু ব্যবসায়ী গরু নিয়ে দেশে ফিরে আসার সময়ভারতের আংরাইল ক্যাম্পের বিএ্সএফ সদস্যরা পুটখালীর চরেরমাঠের বিপরীতেখেদাপাড়ায় তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যায় হাবিবুর রহমানএবং হাসপাতালে নেয়ার পর মারা যায় আহত ফারুক হোসেনফারুককে বেনাপোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চিকিত্সাধীনঅবস্থায় রাতেই তার মৃত্যু হয়

নিহতদের উদ্ধার করে তারসংগীয়রা দেশে ফিরিয়ে নিয়ে আসলেও আহত ২ জনের কোন খোজ পাওয়া যায়নিনিহতদের বাড়ীতে শোকের মাতম চলছেএ ঘটনায় ঊভয় সীমান্তে বিরাজ করছে টানটানউওেজনানিহতদের লাশ ময়না তদন্তের জন্য পুলিশ যশোর সদর হাসপাতাল মর্গেপ্রেরন করেছে

২৩ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্নেল তায়েফুল হকঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফর গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ীদেরনিহত হওয়ার ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়ে পত্র দেয়া হচ্ছে

Exit mobile version