বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়েছে বরিশালের উজিরপুরে দল বেঁধে কেন্দ্রে এসেছেন ভোটাররা

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল), উজিরপুর থেকে ফিরে :দশম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের দীর্ঘলাইন। তবে কোথাও কোন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সকাল দশটায় উজিরপুরের জল্লা ইউনিয়নের বিলগাববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে দেখা গেছে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘলাইন। ওই সেন্টারের প্রিজাইডিং অফিসার অনুপম হালদার জানান, সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ওই ভোট কেন্দ্রের সর্বমোট ২২’শ ৭৭ জন ভোটারদের মধ্যে সাড়ে চার’শ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সকাল সাড়ে দশটায় কারফা পাবলিক একাডেমীর ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নুরুল আমীন বালি জানান, তার কেন্দ্রে মোট ২৩’শ ৬১ জন ভোটারদের মধ্যে প্রায় ৫’শ ভোটার ভোট প্রদান করেছেন। বেলা এগারোটায় কুড়লিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ব্রজনাথ মল্লিক জানান, তার ভোট কেন্দ্রের ৩২’শ ৫২জন ভোটারদের মধ্যে সাড়ে ৫’শ ভোটার ভোট প্রদান করেছে। এখানে ভোট দিতে এসেছেন শতবর্ষী রাজকুমার মন্ডল, ৯৫ বছরের বৃদ্ধা উর্মিলা মন্ডল। স্থানীয় ইউপি চেয়ারম্যান উর্মিলা রানী বাড়ৈ জানান, তাদের ভোট কেন্দ্রে স্বতঃর্স্ফুতভাবে নারী ও পুরুষ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার সকালে শিকারপুর জিজি মাধ্যমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেছেন। জাপা (এরশাদ) মনোনীত প্রার্থী মো. নাসির উদ্দিন নাসিম হাওলাদার বানারীপাড়ার বাকপুর ইউনিয়নের দারালিয়া কেন্দ্রে ভোট প্রদান করেন। আওয়ামী লীগের প্রার্থী এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এ আসনের ভোটার না হওয়ায় তিনি ভোট প্রদান করেননি।

 

Exit mobile version