স্পোর্টস ডেস্ক :- ৩১ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জিতে রেকর্ড গড়লেন চীনের লি না। এটিই সবচেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান ওপেন জিতে নেওয়ার নতুন রেকর্ড। এবারের টুর্নামেন্টে প্রথম থেকেই দাপুটে ছিলেন তিনি। স্লোভাকিয়ার ডোমিনিকা চিবুলকোভাকে ৭-৬ (৭/৩), ৬-০ গেমে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম জিতলেন এ এশীয় তারকা। সবশেষ তিন বছর আগে লি না ফ্রেঞ্চ ওপেন জেতেন। এরপর সবচেয়ে বয়স্ক নারী টেনিস তারকা হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন লি না (৩১)। তাঁর আগে ১৯৭৩ সালে মার্গারেট কোর্ট জেতেন ৩০ বছর বয়সে। চতুর্থ রাউন্ডে সেরেনা উইলিয়াম ও মারিয়া শারাপোভা বিদায় নেওয়ার পর কোনো গ্র্যান্ডস্ল্যাম জয়ী তারকা হিসেবে টিকে ছিলেন লি না। সূত্র : ইন্টারনেট