জি নিউজ বিডি ডট নেট ঃ- বেসরকারি খাতের ১৩টি প্রকল্পে ১০ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার বৈদেশিক ঋণ প্রস্তাব অনুমোদন করেছে এ-সংক্রান্ত সরকারি বাছাই কমিটি।রোববার বাংলাদেশ ব্যাংকে বেসরকারি খাতে বৈদেশিক ঋণ অনুমোদন-সংক্রান্ত বাছাই কমিটির ৮২তম বৈঠকে এসব ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়। কমিটির প্রধান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়, বিনিয়োগ বোর্ড, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা।অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ কোটি ডলার, এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের জন্য সাড়ে ৪ কোটি, সামুদা কেমিকেল কমপ্লেক্স লিমিটেডের এক কোটি ২৭ লাখ ডলার, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের জন্য ৪৫ লাখ মার্কিন ডলার, রহিমআফরোজ ৩০ লাখ মার্কিন ডলার, জেনেসিস ফ্যাশন লি. পাবে ৫০ লাখ ডলার, কারুপণ্য রংপুর লিমিটেড জন্য ৩০ লাখ মার্কিন ডলার, এনভয় টেক্সটাইল লি. এর জন্য ৩৫ লাখ ডলার, রোজ ড্রেসেস লি. এর জন্য ২৫ লাখ ডলার, প্লামি ফ্যাশন লিমিটেডের জন্য ২৮ লাখ মার্কিন ডলার।এছাড়া আরো তিনটি কোম্পানির জন্য বাকি অর্থ অনুমোদন দেয়া হয়েছে।কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, তিন মাস মেয়াদি লন্ডন আন্তঃব্যাংক অফার রেটের সঙ্গে ৪ দশমিক ৫ শতাংশ যোগ করে যে হার দাঁড়ায়, তা হবে এসব ঋণের সর্বোচ্চ সুদহার। কমিটির এক সদস্য জানান, কমিটি এ ধরনের বৈদেশিক অর্থায়ন অনুমোদনে নিবিড় পর্যবেক্ষণ করছে। এ ধরনের বৈদেশিক অর্থায়ন দেশে মুদ্রার বিনিময় হার স্থিতিশীল ও বৈদেশিক লেনদেনের ভারসাম্যে ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়া বৈদেশিক অর্থায়ন দেশে নতুন কর্মক্ষেত্র তৈরি করবে।বেসরকারি খাতের উদ্যোক্তারা ২০১৩ সালে বিদেশ থেকে ১৮২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের বাণিজ্যিক ঋণ নিয়েছেন। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ১৪ হাজার ১১ লাখ ২৭ হাজার কোটি টাকা। আগের বছরের তুলনায় এ ঋণ ৪৬ শতাংশ বেড়েছে। ২০১২ সালে এ খাতে ঋণ অনুমোদন করা হয়েছিল ১০৪ কোটি ডলার। সূত্র- ইন্টারনেট তাঃ-২৭ জানুয়ারি ২০১৪।