অনলাইন ডেস্ক, জি অনিউজ,
শনিবার গভর্নর ডেভাল প্যাট্রিক সাংবাদিক দের জানান, তার অবস্থা গুরুতর। তবে স্থিতিশীল। সে এখনও কথা বলতে পারছে না।
তবে শিগগিরই তিনি সেরে উঠবেন বলে আশা প্রকাশ করেন গভর্নর ডেভাল প্যাট্রিক।
তদন্তকারীদের উদ্ধৃতি দিয়ে সিবিএস টেলিভিশনে বলা হয়েছে, সারনায়েভের শরীরে দুটি মারাত্মক জখম রয়েছে। এছাড়া তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণও হয়েছে।
তদন্তকারীরা আরো বলছেন, তাদের ধারণা তার ঘাড়ের পেছনে যে আঘাত তা আত্মঘাতী হওয়ার চেষ্টার কারণেই ঘটে থাকতে পারে।বোস্টন হামলায় জড়িত সন্দেহভাজন দু’ভাইয়ের মধ্যে জোখার ছোট। বড়ভাই তামারলেন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ প্রাণ হারান। ছোটভাইকে পুলিশ শুক্রবার গ্রেফতার করে।
উল্লেখ্য, বোস্টন ম্যারাথনে সোমবার শক্তিশালী বোমা হামলায় ৩ জন নিহত ও আহত হন ১৮০ জন। ছবি: বিবিসি অনলাইন