জি নিউজ -বিনোদন ডেস্কঃ – আমেরিকান পপ শিল্পী ব্রিটনি স্পিয়ার্সের নগ্নতা নতুন কিছু নয়। এতদিন বিভিন্ন ম্যাগাজিনের কাভারে তার নগ্নতা প্রকাশ পেয়েছে, কিন্তু এবার অ্যালবামের কভারে তিনি অর্ধনগ্ন হয়েছেন। তার নতুন অ্যালবামের কাভারে এমনটি দেখা যাবে। ‘মিস্টি হাসি ছাড়া ব্রিটনির শরীরে আর কিছুই নেই’ এমন করেই ব্রিটনি ভক্তদের খবর জানিয়েছে ‘সি নোস’ অনলাইন পোর্টাল। সেখানে ব্রিটনির নতুন অ্যালবাম ‘ব্রিটনি জেন’র কভার ফটোটিও আপলোড করা হয়েছে। নতুন এই অ্যালবামটি নভেম্বরের শেষভাগে আরসিএ রেকর্ডসের ব্যানারে বাজারে আসার কথা রয়েছে। ২০১২-তে শুরু করা এই অ্যালবামের একটি গান সেপ্টেম্বরে সিঙ্গেল ট্র্যাক হিসেবে শ্রোতাদের কাছে পৌঁছেছে। এই অ্যালবামে ব্রিটনি গান গাওয়ার পাশাপাশি কথা লেখায় এবং সুরের ক্ষেত্রেও সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করেছেন। খবর অনলাইন এর তাঃ-৩০ অক্টোবর, ২০১৩