অনলাইন ডেস্ক ,জি নিউজ ঃ- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ‘রাজনৈতিক ভাবনা’ নিয়ে ১৭ জন লেখকের একটি নিবন্ধ সঙ্কলন প্রকাশিত হয়েছে ব্রিটনে, যার প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির এই সিনিয়র ভাইস চেয়ারম্যান নিজেও উপস্থিত ছিলেন। বইটির প্রকাশক সংস্থা’বাংলাদেশ পলিসি ফোরাম’ গতবুধবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের চার্চিল অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে। এই বইয়ের ১৭ জন লেখকের মধ্যে দুজন বিদেশি। এরা হলেন- ব্রিটিশ কলাম লেখক ডেভিড নিকলসন ও ফ্রিল্যান্স সাংবাদিক জেমস স্মিথ। লেখকদের মধ্যে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক মুশফিকুর রহমান, প্রফেসর মুনিরুজ্জামান মিয়া, প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী, প্রফেসর খোন্দকার মুজতাহিদুর রহমান, প্রফেসর সৈয়দ রাশিদুল হাসান, প্রফেসর আব্দুল লতিফ মাসুম, অ্যাসোসিয়েট প্রফেসর শাহাবুল হক, বাংলাদেশ পলিসি ফোরাম ক্যামব্রিজের প্রেসিডেন্ট ড. মাহদি আমিন, লন্ডন মেয়রের সাবেক উপদেস্টা হুমায়ুন কবীর, সাংবাদিক কলামিস্ট শওকত মাহমুদ, আব্দুল হাই শিকদার, সালেহ শিবলী এবং আশিক ইসলাম। প্রায় ২০০ পৃষ্ঠার বইটি সম্পাদনা করেছেন সাংবাদিক সালেহ শিবলী, হুমায়ুন কবির, মাহদি আমিন ও আশিক ইসলাম। ‘দ্যা পলিটিক্যাল থট অব তারেক রহমান: এমপাওয়ারম্যান্ট অব দ্যা গ্রাসরুটস পিপল’ এর প্রকাশনা অনুষ্ঠানের পুরো সময় তারেক উপস্থিত থাকলেও কোনো বক্তব্য দেননি। একবার কেবল বইটি হাতে নিয়ে আলোচকদের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান। বইটির মোড়ক উন্মোচন করেন পাবলিক পলিসি নিয়ে কাজ করা ‘রেস পাবলিকার’ ফেলো এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির লাস কাসাস ইনস্টিটিউট অব এথিকস, হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিসের সাবেক পরিচালক ফ্রান্সিস ডেভিস। তিনি তারেকের হাতে বইয়ের একটি কপি তুলে দেন। অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিকদের রাজনৈতিক চিন্তা নিয়ে এ ধরনের বই প্রকাশ একটি প্রশংসনীয় ও ইতিবাচক উদ্যোগ। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য একজন শীর্ষ রাজনীতিকের তৃণমূল ভাবনা বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের জন্যও অনুকরণীয় ভূমিকা রাখতে পারে।