অনলাইন ডেস্ক,জি নিউজঃ- স্বামী-স্ত্রীতে দাম্পত্য কলহ প্রায়ই হয়ে থাকে। কিন্তু হিসেব করে দেখেছেন কি সেটা কতবার? ব্রিটিশ পত্রিকা ডেইলি এক্সপ্রেস এই হিসেবটা কষে দেখেছে। ফলাফল প্রকাশ করে দম্পতিদের চোখ কপালে তুলে দিয়েছে এই বিট্রিশ প্রত্রিকাটি। একদল গবেষক জানান, ব্রিটিশ দম্পতিরা বছরে অন্তত ১৬৭ দিন ঝগড়া করেন। কথাকাটি থেকে ঝগড়ায় রূপ নেয়া কলহের এই গাণিতিক সংখ্যাটি প্রমাণ করে সুখী দম্পতির দেখা পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। দাম্পত্য কলহ কমিয়ে আনতে স্বামী এবং স্ত্রী দু’জনকেই একে অপরের জন্য কিছুটা ছাড় দেয়ার পরামর্শ দিয়েছে গবেষক
ব্রিটিশ দম্পতিরা ৩৬৫ দিনে অন্তত ১৬৭ বার দাম্পত্য কলহ
Share This