এ কে এম সিবলি সাদিক ,জি নিউজ ঃ সাভারে বহুতল রানা প্লাজা ধসে পড়ার ঘটনার পর ভবনের সামনে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন। কর্তৃপরে নির্দেশনা অনুযায়ী যারা ইমারত নির্মাণ করেননি, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।
তিনি বলেন, যারা জনজীবন বিপন্ন করে ইমারত নির্মাণ করেছেন, ভবিষ্যতে যেন আর এ ধরনের ঘটনা না ঘটে এ ব্যাপারে কঠোর আইন করা হবে। তিনি বলেন, এ ঘটনা তদন্তে কমিটির করা হবে। উদ্ধারকাজ ও আহতদের চিকিৎসা সরকারি কোষাগার থেকে বহন করা হবে বলে তিনি জানান। হরতালে উদ্ধার কাজ বিঘ্ন ঘটায় তিনি হরতালকারীদেরও সমালোচনা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে হতাহতদের চিকিৎসাসহ আর্থিক সব সহায়তা করা হবে। সেনাবাহিনী, র্যাব, ফায়ার সার্ভিস, আনসার, পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা এ উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন। তিনি তাদের আন্তরিক ধন্যবাদ জানান।