বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধিনস্থ দিনাজপুরের হাকিমপুরে হিলি বিওপি সদস্যরা রোববার রাতে হিলি সীমান্তে পৃথক দু’টি অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১টি ভারতীয় মোটর সাইকেল, ওয়ান স্যুর্টারগান, ভায়াগ্রা, ইয়াগ্রাসহ অন্যান্য যৌন উত্তেজক ট্যাবলেট, একটি ভারতী মোটরসাইকেল উদ্ধার করেছেন।
হিলি বিওপি ইনচার্জ হাবিলদার আমির আলী জানান, রাত পৌনে ১২টায় বিওপিটির আওতাধীন ২৮৪/৩৭ সীমান্ত পিলার এলাকা দিয়ে এক অস্ত্র চোরাকারবারী ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটায়। এ সময় সীমান্তে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে সে তাঁর হাতে থাকা একটি কালো পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। এরপর বিজিবি সদস্যরা ব্যাগটি উদ্ধার করার পর ব্যাগের ভিতরে মুড়ির মধ্যে লুকানো সুটারগানটি উদ্ধার করেন।
এছাড়াও একই বিওপির কালিবাড়ী এলাকা দিয়ে দু’জন চোরাকারবারী লক্ষাধিক পিচ ভায়াগ্রা, ইয়াগ্রাসহ অন্যান্য যৌন উত্তেজক ট্যাবলেট ১টি চটের বস্তায় নিয়ে ভারতীয় ১টি হিরো স্পেলেন্ডার মোটরসাইল যোগে বাংলাদেশ অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ কালে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। অবস্থাচোরাকারবারীরা বেগতিক বুঝে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। বিজিবি মালিক বিহীন অবস্থায় মোটর সাইকেলসহ অবৈধ পণ্য গুলি আটক করেছে।
সুত্র।ঃ অনলাইন