ভারতের অসম রাজ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৩ শিশুসহ নিহত ৩০

india 3দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া একটি মিনিবাস

অনলাইন ডেস্ক, জি নিউজঃ- ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অসম রাজ্যে এক মারাত্মক সড়ক  দুর্ঘটনায় ১৩ শিশুসহ অন্তত ৩০ যাত্রী নিহত ও অপর ১০ জন আহত হয়েছে বৃহস্পতিবার ভোরে নিম্ন অসমের বরপেটা জেলার দহলাপারা গ্রামে এ দুর্ঘটনা ঘটেহতাহতদের বেশিরভাগই ইটভাঁটার শ্রমিক ও তাদের পরিবারের লোকজনদুটি মিনিবাসে করে যাচ্ছিল তারাবরপেটা জেলায় ৩৫ নম্বর জাতীয় সড়কের ওপর একটি ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষ হয়পুলিশ জানিয়েছে, মিনিবাস দু’টি একটি আরেকটির পিছনে ছিল ভোর সাড়ে ৪টা নাগাদ সরভোগ থানার অন্তর্গত ঢোলাপাড়ায় পশ্চিমবঙ্গ থেকে আসা ট্রাকটি সামনের বাসটিকে ধাক্কা মারেপিছনের বাসটিও পাশ থেকে আগের বাসটির ওপর হুমড়ি খেয়ে পড়েসংঘর্ষের ধাক্কায় দুটি বাসই উল্টে যায়ঘটনাস্থলেই মারা যায় ২৮ জনআহতদের বরপেটা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গাইগাঁও সিভিল হাসপাতালে ভর্তি করা হয়সেখানে মারা যায় দু’জনদুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও তাকে পরে গ্রেফতার করা হয়েছেসে অপ্রকৃতিস্থ অবস্থায় বাস ট্রাক চালাচ্ছিল বলে পুলিশ অভিযোগ করেছেমর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায়বেশ কয়েকটি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানা গেছেকারণ মৃতদের অনেকেই দুটি বাস ভর্তি করে পরিবারের লোকজনদের নিয়ে ধুবড়ির খোলখলি থেকে কামরূপের রঙ্গিয়া ইটভাঁটায় কাজ করতে যাচ্ছিলখবর রেডিও তেহরান এর তাঃ- বৃহস্পতিবার, ০৩ অক্টোবার ২০১৩

Exit mobile version