জি নিউজ বিডি ডট নেটডেস্ক ঃ- ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এ বছর গোটা দেশে ব্যবসা হয়েছে ১৮ হাজার কোটি টাকার। যা গত বছরের তুলনায় তিন হাজার কোটি টাকা বেশি। সমীক্ষা রিপোর্টে একথা জানাল অ্যাসোচেম। সমীক্ষা করা হয়েছিল প্রায় আড়াই হাজার কর্মরত যুবক-যুবতী, দেড় হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন শপিং সংস্থা, তথ্যপ্রযুক্তিকর্মী, বহুজাতিক সংস্থার কর্মীদের ওপর। সমীক্ষা বলছে, এ বছর মারাত্মক চাহিদা ছিল নানা ধরনের গহনা, চকোলেট, টেডি, খেলনা, পোশাক, মোবাইল, বৈদ্যুতিক সরঞ্জাম প্রভৃতির।অ্যাসোচেম জানিয়েছে, সমীক্ষাটি অবশ্য শুধুমাত্র ১৪ ফেব্রুয়ারির ওপর করা হয়নি। সমীক্ষাটি হয়েছে সপ্তাহজুড়ে। অর্থাত্ ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রূয়ারি- রোজ ডে, প্রোপোজাল ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, কিস ডে, হাগ ডে এবং ভ্যালেন্টাহন্স ডে। সমীক্ষায় উঠে এসেছে নানা চমকপ্রদ তথ্য। বহুজাতিক সংস্তা, বিপিও, আইটির উচ্চ পদাধিকারীরা ভ্যালেন্টাইন্স ডে-র উপহারের জন্য খরচ করেছেন এক থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। ছাত্র-ছাত্রীরা খরচ করেছে পাঁচ শ টাকার কম থেকে দশ হাজার টাকা পর্যন্ত।ভালবাসার মানুষটিকে উপহার দেওয়ার জন্য বিলাস বহুল পণ্য কিনেছেন ২৫ শতাংশ প্রেমিক-প্রেমিকা। ফুলের পাশাপাশি তাঁদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে প্ল্যাটিনাম, হীরের মত দামি জিনিস। মনের মানুষটিকে সবাই দিতে চেয়েছেন ‘সামথিং স্পেশাল’। বহু মহিলাই প্রেমিকের জন্য কিনেছেন ব্র্যান্ডেড জামা-কাপড়, ব্লেজারের হাতায় লাগানোর কাফ লিঙ্কস, সিল্কের টাই, বেল্ট, ওয়ালেট, চাবির রিং প্রভৃতি। যার একেকটির দাম ১২ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। পাশাপাশি, এ বছর ভাল বিক্রি হয়েছে মোবাইল ফোন, আই পড, এমপি থ্রি প্লেয়ার, বৈদ্যুতিক সাজ-সরঞ্জাম।এই বিশেষ দিনটির জন্য বিশেষ অফার ছিল ভ্রমণ সংস্থাগুলির তরফ থেকেও। পাঁচ থেকে ৫০ হাজার টাকার প্যাকেজে কাছে-দূরের নানা স্থানে প্রেমিক-প্রেমিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল বেশ কয়েকটি ভ্রমণ সংস্থা। অ্যাসোচেমের সমীক্ষা এও জানাচ্ছে, এই বিশেষ দিনটি উপলক্ষে মহিলাদের তুলনায় পুরুষদের খরচ হয়েছে প্রায় দ্বিগুণ। পুরুষরা উপহারও কিনেছেন প্রায় দ্বিগুণ দামের। সূত্র -ইন্টারনেট তাঃ- ১৭ ফেব্রুয়ারি ২০১৪।