রোববারের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নামে মৃত্যু পরোয়ানা জারি করা হচ্ছে! শনিবার গভীর রাত থেকে মোবাইলে এসএমএস করে এই পরোয়ানা পাঠানো হয় বেশ কিছু প্রিজাইডিং অফিসারকে। এতে নির্বাচনী দায়িত্ব পালন না করার নির্দেশ দিয়েছে মেসেজদাতা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের অফিসিয়াল মোবাইলে মেসেজ আসে রোববার ভোর সাড়ে ৫ টায়। ০১৮৫৯৩৫৩১৬৯ নাম্বার থেকে আসা মেসেজটি হচ্ছে, ” Death Warrant. dont go for election duty. সীতাকুণ্ডেরই আরেকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার একই নাম্বার থেকে একই ক্ষুদে বার্তা পেয়েছেন প্রায় একই সময়ে। এই দুই কর্মকর্তা একই ব্যাংকে কর্মরত আছেন। মেসেজ এসেছে তাদের অফিশিয়াল নাম্বারে।
এরই মধ্যে রীতিমত আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন দুই কর্মকর্তার পরিবারের সদস্যরা। তারা কোনক্রমেই প্রিয় স্বজনকে নির্বাচনী দায়িত্বপালনে যেতে দিতে নারাজ। কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব বলে কথা। ভয়ভীতির ডামাডোলেই তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছেন। জবাবে ইউএনও বলেছেন, ‘আপনি নির্বাচনী দায়িত্ব পালন না করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু না আসার বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করব।’
এই অবস্থায় প্রশাসন সহযোগিতা করবে, এই আশাবাদ নিয়ে নিজেকে বোঝাচ্ছেন। সামাল দিচ্ছেন শঙ্কিত পরিবার-পরিজনদের। আতঙ্ক আর দায়িত্ববোধের দোলাচলে সুরাহা খুঁজে পাচ্ছেন না কেউই। আপাতত নিজ দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে এক কর্মকর্তা জানালেন।
সূত্রঃঅনলাইন