অনলাইন ডেস্ক:- ভোটের এক সপ্তাহ আগে ও ঢাকার ও চট্টগ্রাম দুই সিটি করপোরেশন এলাকায় সেনা মোতায়েন চেয়েছেন অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আজ (শুক্রবার) সকালে এক আলোচনা সভায় তিনি এই দাবি জানান। আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক এমাজ উদ্দিন বলেন, এক অস্বাভাবিক অবস্থার মধ্যে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনকে বলব, যাতে ভোটারা নির্বিঘে ভোট দিতে পারে, সেজন্য ভোটগ্রহণের এক সপ্তাহ আগেই সেনাবাহিনীকে মাঠে থাকতে হবে।
‘খুন-গুম, অপহরণ, গ্রেপ্তার, নির্যাতনের প্রেক্ষাপটে সিটি করপোরেশনের নির্বাচন’ শীর্ষক এই আলোচনা সভা আয়োজন করে ডেমোক্রেটিক কাউন্সিল। এ ছাড়া, কারচুপি ঠেকাতে ব্যালট বাক্স পাহারা দিতে ভোটারদের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি, সুষ্ঠু নির্বাচন হলে, ভোটাররা ভোট দিতে পারলে তিন সিটি নির্বাচনেই আমরা বিজয়ী হবো- এতে কোন সন্দেহ নেই। তিনি বলেন, আমরা নির্বাচন কমিশন সম্পর্কে কোন অভিযোগ করতে চাই না। আমরা চাই এই নির্বাচন কমিশন সঠিকভাবে, দক্ষতার সঙ্গে সিটি নির্বাচন পরিচালনা করুক। আর যদি কমিশন নির্বাচন সুষ্ঠু করতে না পারে, তাহলে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী।
ভোটের এক সপ্তাহ আগে সেনাবাহিনী মোতায়েন চান এমাজউদ্দিন
Share This