ভোলার চরফ্যাশনে নসিমন চাপায় ১ জন নিহত

আরিফুল ইসলাম রিয়াজ; ভোলা প্রতিনিধিঃভোলার চরফ্যাশনে মালবাহী নসিমনের চাপায় নসিমনের হেলপার মোঃ ইব্রাহীম (২৫) নিহত হয়েছেন। বুধবার রাত ৮টায় উপজেলার বেতুয়া সড়কে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান মালবাহী নসিমনটি বেতুয়া থেকে চরফ্যাশন যাচ্ছিলেন হঠাৎ নসিমনটির চাকা খুলে গেলে নসিমনের উপরে থাকা হেলপার ইব্রাহীম নসিমনের নিচে চাপা পড়েন এতে ঘটনাস্থলেই মারা জান । পুলিশটি লাশ উদ্ধার করে করেছে।

Exit mobile version