আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা প্রতিনিধিঃভোলার চরফ্যাশন উপজেলা নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাঘটেছে। এর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ভোলা জেলার সাংবাদিকরা। ভোলা টেলিভিশন জার্নালিস্ট ফোরাম’র আয়োজনে রবিবার সকাল সাড়ে ১১টায় ভোলা প্রেসক্লাব ভবনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক অধ্যক্ষ এম ফারুকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-প্রবীণ সাংবাদিক আবু তাহের, হুমায়ুন কবির, মুহাম্মদ শওকাত হোসেন, আফজাল হোসেন, সাহাদত শাহিন, জুন্নু রায়হান, মোস্তাক শাহিন, নাসির লিটন, নেয়ারমত উল্ল্যাহ, জাকির হোসেন, মেজবাহ উদ্দিন শিপু।
সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মোকাম্মেল হক মিলন, এন এম জিকু, জসিম রানা প্রমুখ।
বক্তরা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। একইসঙ্গে স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের সব সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করে ভোলা জেলা হকার্স ইউনিয়ন। সেখানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ গ্রহণ করেন। হকার্স ইউনিয়নের সভাপতি সুমন ও সম্পাদক মনির মানববন্ধনে বক্তব্য রাখেন।