আরিফুল ইসলাম রিয়াজ; ভোলা প্রতিনিধিঃভোলার লালমোহনে পরিবেশ আইনের নির্দেশকে উপেক্ষা করে ইট পোড়ানো ঘটনায় ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এতে ৩টি ইট ভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা আদায় কারা হয়।
রবিবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজীলুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম অভিযান চালিয়ে লালমোহনের মা ব্রিক্সার স্বত্তাধিকারী কবির হোসেনকে ৫০ হাজার টাকা, ইউনিক ব্রিক্সার স্বত্তাধিকারী মোঃ জুম্মানকে ৫০ হাজার টাকা ও আকিম ব্রিক্সার স্বত্তাধিকারী মোঃ জুয়েলের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ব্যাঞ্চ সহকারী সিবগাত উল্যাহ জানান, ইট পোড়ানো আইনে এ ৩টি ব্রিক ফিল্ড থেকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানার টাকা আদায় করা হয়েছে। এদিকে ভ্রাম্যমান আদালতের অভিযানের সংবাদ পেয়ে লালমোহন বাজার সহ উপজেলার বিভিন্ন বাজারের মুদি, স্টেশনারী, লাইব্রেরী, ফার্মেসী ও পলিথিন বিক্রেতারা দোকান পাট বন্ধ করে গা ঢাকা দেয়।