আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা থেকেঃভোলার লালমোহন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অধ্য¶ এ.কে.এম. নজরুল ইসলাম আবারো ৪র্থ বারের মত নির্বাচনে লড়বেন বলে প্রস্তুতি নিয়েছেন। একটানা ৩ বার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে রেকর্ড করা এই বর্ষিয়ান রাজনীতিবিদ এই পদে নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন সাংবাদিকদের।
জানা গেছে, স্বাধীনতার পর থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচন পদে এ পর্যন্ত ৩বার নির্বাচন হয়েছে। প্রতিবারই লালমোহন উপজেলা থেকে অধ্যক্ষ এ.কে.এম. নজরুল ইসলাম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পাশাপাশি দীর্ঘ ২ যুগ ধরে লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়ীত্বও পালান করে ও আসছেন। গেলো ২০০৯ সালের উপজেলা চেয়ারম্যান নির্বাচনে তিনি আওয়ামী লীগের সভাপতি পদে থেকেও দলীয় এক অংশের সমর্থন না পেয়েও তবুও তিনি প্রতিদ্বন্দ্বিয় আওয়ামী লীগের সমর্থীত আরেক প্রার্থী বর্তমান বদরপুর ইউনিয়ন চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদকে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিতপ্রণ। ওই সময় সাবেক বিএনপির সভাপতি আলহাজ্ব আনিচল হক মিয়াও উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। তবুও আওয়ামী লীগ সভাপতি অধ্য¶ এ.কে.এম. নজরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদের সাথেও নির্বাচন করেছিলেন। এদিকে এবারো উপজেলা চেয়ারম্যান পদে গেল নির্বাচনে আওয়ামী লীগের সমর্থীত প্রার্থী বর্তমান বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ আবারো নির্বাচন করবেন বলে জানা গেছে। তবে এবার আলোচিত প্রার্থী হবেন বর্তমান স্থানীয় সাংসদের অতœাীয় উপজেলা বিএনপির সংস্কারপন্থী বিদ্রোহী নেতা ও চরভূতা ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান টিটবের নামও শোনা যাচ্ছে। তবে টিটবকে নিয়েই এবার হিসেব নিকেশ শুরু হবে বলে উপজেলা নির্বাচনে ধারণা করছেন সাধারণ ভোটাররা। এছাড়া এই পদে লড়বেন বলে লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া। অপর দিকে আওয়ামী লীগের আরেক তরুন নেতা জাফর আহমেদ জয় ও উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে গুঞ্জন শুনা যাচ্ছে। এই উপজেলা নির্বাচিনে বিএনপির সমর্থীত কোনো প্রার্থী অংশ গ্রহণ করগ্রণ কিনা এখনো কারো নাম শুনা যাচ্ছে না। তবে আওয়ামীলীগের প¶ থেকে বিএনপির সংস্কারপন্থী ও বিদ্রোহী নেতা আকতারুজ্জামান টিটবকে সমর্থন দেওয়ার গুঞ্জন উঠলেও এবার কাকে সমর্থন দেওয়া হবে তা নিয়ে চলছে উপজেলা আওয়ামী লীগের নানা জল্পনা কল্পনা।