আরিফুল ইসলাম রিয়াজ; ভোলা প্রতিনিধিঃভোলায় দূর্যোগ মোকাবেলায় করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকালে জেলা প্রশাসক মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ দাউদ মিয়া সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। কোস্ট ট্রাস্টের আয়োজনে অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়। সভায় বক্তারা দূর্যোগের ঝুকি কমানোর জন্য ভোলার প্রত্যেকটি চরাঞ্চলে মাটির কেল্লা ও সাইক্লোন শেল্টার নির্মানের দাবী জানান।