আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলার ভেদুরিয়ায় নেশা জাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে একই পরিবারের ৬জন অজ্ঞান হয়ে পড়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে। পরিবার সূত্রে জনা যায়, গত শুক্রবার রাতে বাড়ির সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এ সুযোগে দুবৃত্তরা ঘরের দরজা খুলে ঘরে প্রবেশ করে। ঘরের কর্তা মোঃ আলমগীর (৫৫) রাতে খাবার না খাওয়ায় দুবৃত্তরা ঘরে প্রবেশ করে মালামাল লুটে নেওয়ার সময় শব্দ পেয়ে জেগে যান। এবং চিৎকার শুরু করেন। তিনি জেগে আছেন বুঝতে পেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাড়ির সবাইকে ডাকা ডাকি করলে কোন সাড়া শব্দ না পাওয়ায় চিৎকার দিলে স্থানীয়রা এসে অজ্ঞান পরিবারের সদস্যদের ভোলা সদও হাসপাতালে ভর্তি করে। আহত রা হলেন, মোঃ মিলন (২৫) মোঃ সুমন (২২), আনোয়ারা বেগম (৫৫), লিপি আক্তার (২৮), রুবিনা আক্তার (২২)। পরিবারের লোক জন জানান দুর্বৃত্তরা কৌশলে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে সবাইকে অজ্ঞান করে সব কিছু লুটে নিতে চেয়েছিল।
ভোলায় নেশা জাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে একই পরিবারের ৬ জন অজ্ঞান
Share This