আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা প্রতিনিধিঃআগামী ১৫মার্চ ভোলায় উপজেলা নির্বাচনের চতুর্থ পর্যায়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
সরকার দলীয় ও বিএনপি সমর্থিত প্রার্থীরা প্রচার প্রচারনার জন্য নানান পদ্ধতি অবল¤^ন করলেও বেশী জোর দিচ্ছেন উঠান বৈঠককে। নির্বাচনী আচরন বিধিতে মিটিং করার অনোমোদন না থাকায় উঠান বৈঠকেই বেছে নিয়েছেন প্রার্থীরা। তারা বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠকের আয়োজন করছেন। এতে অংশ নিচ্ছেন এলাকার বাসিন্দারা। তারা তাদেও বিভিন্ন দাবী উপস্থাপন করছেন প্রার্থীদের কাছে। প্রার্থীরাও তাদের এই দাবীতে সম্মতি জ্ঞাপন করে প্রতিশ্রæতি দিচ্ছেন তা বাস্তবায়ন করার। ভোলা সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লাখ ৬৫হাজার ৬৫১ জন।
এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১লাখ ৩৩হাজার ১৮৯জন। মহিলা ভোটার সংখ্যা ১লাখ ৩২হাজার ৪৬২জন। মোট ভোট কেন্দ্র ৮৩টি, এর মধ্যে ৪৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। নির্বাচন উপলক্ষ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস।