জিনিউজ : মঙ্গলবার আবারো হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।গতকাল রবিবার হরতাল শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির একেএম ইউসুফকে গ্রেফতার ও শিবির সভাপতি দেলাওয়ার হোসেনকে রিমান্ডের প্রতিবাদে এ হরতাল ডেকেছে সংগঠনটি।গতকাল রবিবারের হরতালে সারাদেশে দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। আহত হয় অর্ধশতাধিক নেতাকর্মী। ভ্রাম্যমাণ আদালত ঢাকার রামপুরায় জামায়াতে ইসলামীর কর্মী আবুল আলা রিয়াদকে এক বছরের কারাদন্ড প্রদান করে।
তিনি উল্লেখ করেন, দেশের জনগণ আজ স্বতঃস্ফূর্তভাবে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সরকার তার বিরুদ্ধে মানবতার অপরাধের মিথ্যা মামলা করে। সরকার জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে একের পর এক জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে আটক করার অংশ হিসেবেই রবিবার জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমিরকে গ্রেফতার করেছে।